সানি লিওন তখন 'পর্ন স্টার'। মুম্বাইয়ে থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়লে পাশে দাঁড়ান প্রাক্তন ভারত সুন্দরী সেলিনা জেটলি। নিজের জুহুর ফ্ল্যাটটা তিনি সানিকে ভাড়া দেন। স্বামী ড্যানিয়েল ওয়েবরকে নিয়ে সানি ওই অ্যাপার্টমেন্টে থাকতেন।
কিন্তু দুই দিন আগেই শোনা গেল সানির ওপর বেজায় নাখোশ হয়েছেন সেলিনা। কারণ সানি নাকি সেলিনার বাড়ির যত্ন-টত্ন একেবারেই করেননি। যার ফলে আসবাবপত্র ও বাথরুমের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিরক্ত সেলিনা জানিয়ে দিয়েছেন বাড়ি ছাড়তে হবে সানিকে।
তবে গতকাল সোমবার সানি জানালেন ভিন্ন কথা। তার বক্তব্য, ভাড়ার চুক্তি শেষ হয়ে যাওয়ায় সেলিনার বাড়ি ছেড়ে দিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৫/ রশিদা