পর্নদুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েও অশ্লীলতার তকমা মুছতে পারছেন না ইন্দো-কানাডিয়ান বংশোদ্ভূত অভিনেত্রী সানি লিওন। এখন তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতে বসে অশ্লীলতা ছড়াচ্ছেন। সেখানকার সংস্কৃতিতে মুগুরের আঘাত হানছেন। তাই তার নামে দায়ের হচ্ছে একের পর এক মামলা। 'গ্রান্ড মাস্তি', 'বিএ পাস'- এর মতো যৌন উত্তেজক বি গ্রেডের ছবি বলিউডে দর্শকের বাহবা পেলেও একের পর এক মামলার জালে জড়িয়ে যাচ্ছেন সানি। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন নবী নামের একজন পুরুষ। ২৪মে মুম্বাই থানায় গিয়ে তিনি মামলাটি দায়ের করেন।
জানা গেছে, এ নিয়ে মুম্বাই থানাতেই সানির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব অভিযোগ খুব ভালো করে খতিয়ে দেখছে ভারতের সাইবার ক্রাইম সেল।
ক’দিন আগে মুম্বাইয়ের এক গৃহবধূও থানায় গিয়ে সানির নামে মামলা করেছিলেন। অশ্লীলতার নামে সানির বিরুদ্ধে করা ওই গৃহবধূর মামলাটি ভারতজুড়ে ব্যাপক আলাচনা সৃষ্টি করেছিলো।
তবে সানি ভক্তরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে সানি লিওন বলিউডে পা রেখেই স্বল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা কেড়েছেন। তার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে অনেক প্রথম সারির নায়িকাকে হিমশিম খেতে হচ্ছে। দৌঁড়ে টিকে থাকতে অনেকে বাধ্য হয়ে ছোট কাপড়ে ঝুঁকছেন। সানি থাকলেই সেই ছবি হিট। তাই পরিচালকরাও এখন দৌঁড়াচ্ছেন সানির পেছনে। বলিউডের নাম করা অনেক নায়িকার হাতে কাজ না থাকলেও বিশ্রাম নেবার সময় নেই এই বেবিডলের। বলিউডের মতো জায়গায় একজন সাবেক পর্নতারকার এমন রাজত্ব ইন্ডাস্ট্রির অনেকেই মেনে নিতে পারছেন না। তাই কৌশলে অন্যদের দিয়ে তার নামে একের পর এক মামলা দায়ের করানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৫/ এস আহমেদ