বেশ কিছু শর্তে দুবাই ভ্রমণের অনুমতি পেলেন বলিউড অভিনেতা সালমান খান। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বোম্বে হাই কোর্ট তাকে ২৭ থেকে ৩০ মে পর্যন্ত দেশটি ভ্রমণের অনুমতি দেন। খবর দ্য হিন্দুর
২৭ মে দুবাইয়ে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান হবে। এতে পারফর্ম করবেন সালমান। আর সেজন্যই বোম্বে হাই কোর্টে গত সপ্তাহে ওই অাবেদন করেছিলেন তিনি।
২০০২ সালের হিট অ্যান্ড রান মামলায় মুম্বাইয়ের একটি সেশন্স আদালত ৬ মে সালমানকে দোষী সাব্যস্ত করে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল। তবে এ রায়ের বিরুদ্ধে বোম্বে হাই কোর্টে আবেদন করলে আদালত ওই রায় স্থগিত করে সালমানকে জামিন দেন। তবে তার বিদেশ ভ্রমণের উপর বিধিনিষেধ আরোপ করেছিল। এক আদেশে প্রতিবার বিদেশ সময়ের সময় সালমানকে হাইকোর্টের অনুমতি নিতে হবে বলে জানানো হয়। সেইসঙ্গে তার পাসপোর্ট বান্দ্রার পুলিশের হেফাজতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
দুবাই ভ্রমণের জন্য সালমানকে পাসপোর্ট হস্তান্তর করার জন্য বোম্বে হাইকোর্ট অাজ সংশ্লিষ্ট পুলিশকে নির্দেশ দিয়েছেন। তবে দুবাই ভ্রমণ শেষে এই অভিনেতাকে ফের পাসপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করতে হবে।
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৫/শরীফ