সদ্য সমাপ্ত ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে এবারও কসমেটিক্স পণ্য লরিলের ব্রান্ড অ্যাম্বাসাডর হয়ে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। উৎসব শেষে দেশেও ফিরেছেন তিনি। কান থেকে ফিরেই স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে এক পার্টিতে যোগ দিয়েছেন ঐশ্বরিয়া।
২৪ মে অনুষ্ঠিত আইপিএল'র অষ্টম আসরে চ্যাম্পিয়ন হয় অভিষেক ও ঐশ্বরিয়ার প্রিয় টিম মুম্বাই ইন্ডিয়ান্স। আর তা উদযাপনের লক্ষ্যে ওই পার্টি দিয়েছিল ক্লাবটির কর্তৃপক্ষ। সেখানেই মূলত হাজির হয়েছিলেন এ বলিউড দম্পতি। পার্টিতে গাউন পরিহিতা এই অভিনেত্রীকে বরাবরের মতই আকর্ষণীয় লাগছিল। পার্টিতে এক ভক্তের সঙ্গে পোজও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসব থেকে ঐশ্বরিয়া সোজা মুম্বাইতে ফিরে আসেন। ফিরেই করণ জোহর পরিচালিত নতুন মুভি 'জাজবা'র শুটিং নিয়ে ফের ব্যস্ত হয়ে পড়েছেন।
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৫/শরীফ