প্রয়াত নির্মাতা আবদুল্লাহ আল মামুনের শেষ ছবি 'দুই বেয়াইয়ের কীর্তি' ২৯ মে মুক্তি পাচ্ছে। চমৎকার গল্পের একটি ছবি এটি। হাস্যরসের মাধ্যমে স্বাস্থ্য ও সমাজ সচেতনমূলক গুরুগম্ভীর বিষয়কে সাবলীলভাবে ছবিটিতে উপস্থাপন করা হয়েছে। ফাস্টফুড জাতীয় খাবার গ্রহণের অপকারিতার দিকটি এই ছবিতে হৃদয়গ্রাহ্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ফাস্টফুড বা যে ধরনের খাবার খেলে মানুষের ডায়াবেটিকস হয় তা-সহ এ সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে ছবিতে। দুই বেয়াইয়ের চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল মামুন ও এটিএম শামসুজ্জামান। এ ছাড়া আছেন ফেরদৌসী মজুমদার, পপি, ফেরদৌস, মীর সাবি্বর, তুষার খান, চিকিৎসা বিজ্ঞানী আজাদ খান, প্রয়াত সংগীতশিল্পী আজম খান, আর্ক ব্যান্ডের হাসান, প্রমিথিউসের বিপ্লবসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু। ছবির পাণ্ডুলিপি নির্মাতার। প্রযোজনা করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। ২০০৭ সালে এই ছবির শুটিং শুরু হয়। ২০০৮ সালে নির্মাতা মারা যাওয়ায় এর কাজ শেষ করতে দীর্ঘ সময় লেগে যায়। গতকাল স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।