ক্রিকেটের পর এবার গলফের থিম সং করলেন সংগীতশিল্পী শুভ্রদেব। আজ থেকে ঢাকার কুর্মিটোলায় শুরু হচ্ছে এশিয়ান ট্যুর গলফ। ২৫টি দেশের ১৫০ জন পেশাদার গলফারের অংশগ্রহণে এ প্রতিযোগিতার জন্য থিম সং করলেন তিনি। গানটির কয়েকটি বাক্য হলো, 'ঈগল বার্ডি পার পার, বার্ডি বগি ঈগল পার/ বিশ্বসেরা গলফার, কুর্মিটোলায় একাকার'। লিখেছেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গানটির সুর করার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন শুভ্রদেব।
গান প্রসঙ্গে শুভ্রদেব বলেন, 'এই প্রথম গলফের জন্য থিম সং করলাম। কিছুদিন আগে চ্যানেল আইয়ের স্টুডিওতে এর রেকর্ডিং করেছি। আর এটি এখন টিভিতে প্রচার হচ্ছে।'
এদিকে শুভ্রদেব শিগগিরই তার পুরনো গানে সাজানো দুটো অ্যালবাম প্রকাশ করবেন বলে জানালেন। এর নাম রাখা হয়েছে 'গোল্ডেন কালেকশন অব শুভ্রদেব ভলিউম-১ ও ২'। জোড়া এ অ্যালবামে ২০টি গান থাকবে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'মানুষ এখনো আমার পুরনো গান শোনে। প্রচুর গান রয়েছে সবার ভালো লাগায়। সেখান থেকে বাছাই করে কিছু গান নতুন করে সবাইকে উপহার দিতেই এই উদ্যোগ।'