আবারও দেশজুড়ে শুরু হচ্ছে মেহেদির রঙে আলপনা অাঁকার প্রতিযোগিতা 'রঙে রাঙানো'। চতুর্থবারের মতো প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করেছে মমতাজ হারবাল প্রোডাক্ট এবং স্যাটেলাইট চ্যানেল এনটিভি। প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন অভিনেত্রী তমা মির্জা ও সুপার হিরোইন খ্যাত শম্পা। ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে বাছাই পর্ব শুরু হবে। প্রতিটি বিভাগ থেকে ১০ জন করে মোট ৪০ জন বিজয়ীকে নিয়ে ঢাকায় হবে গালা রাউন্ড। সেখান থেকে সেরা ১০ প্রতিযোগী নির্বাচন করা হবে। আর চূড়ান্ত বিজয়ী হবেন তিনজন। ৩০ মে পর্যন্ত চলছে দেশজুড়ে নিবন্ধন। নিবন্ধন করতে www.ntvbd.com ঠিকানায় ভিজিট করা যাবে। এ ছাড়া MM লিখে স্পেস দিয়ে নাম, আবার স্পেস দিয়ে বিভাগ লিখে পাঠানো যাবে ৬৯৬৯ নম্বরে। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৭৫০১৯২৩৫৭ নম্বরে। আর পুরো প্রতিযোগিতা দেখা যাবে এনটিভির পর্দায়।