চরিত্রের প্রয়োজনে দেহের আকার বদলে ফেলার জন্য বরাবরই পরিচিত ভারতীয় অভিনেতা আমির খান। নিজের নতুন সিনেমার জন্য ওজন অনেকটাই বাড়িয়ে এখন বেশ ঝামেলাই পোহাতে হচ্ছে তাকে। এমনকি তার বাড়ির লোকেরাও চিন্তিত হয়ে পড়েছেন। নিজের পরবর্তী সিনেমা 'দাঙ্গাল'-এ একজন কুস্তিগিরের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন আমির। আর সে জন্য ওজন বাড়িয়েছেন ২২ কেজি। আমির সম্প্রতি বলেন, 'আমার ওজন এখন ৯৫ কেজি, আর আমার চরিত্রের জন্য এটাই যথেষ্ট। আমার শ্বাস-প্রশ্বাস নেওয়ার ধরনও পাল্টে গেছে। এখন আমি নিজের জুতার ফিতা বাঁধতে গেলে আমার পেট চলে আসে সামনে, ২০ সেকেন্ড পরপর আমাকে লম্বা নিঃশ্বাস নিতে হয়।'
আমির জানান, সিনেমাটির শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার আগের ওজনে ফিরে যাবেন তিনি। 'চলতি বছরের ডিসেম্ব্বরের মধ্যেই শুটিং শেষ হয়ে যাবে এই সিনেমার। এরপর আগামী ৫ মাসের মধ্যে আমি আবার আগের ওজনে ফিরে আসব। আগামী বছরের জুন মাসে আমার আরেকটি সিনেমার শুটিং শুরু হবে, যেখানে আমি যুবকের চরিত্রে অভিনয় করব। তখন আবার আমাকে 'পিকে'র মতো সুঠাম দেহে দেখা যাবে।' 'দাঙ্গাল' সিনেমাটি নির্মাণ করছেন নিতেশ তিওয়ারি, এর শুটিং শুরু হবে সেপ্টেম্বর থেকে।