‘ভাইটাল স্ট্যাটিসটিক্স’ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন ‘টাইটানিক’ ছবির ঝড় বইয়ে দেয়া অভিনেত্রী কেট উইন্সলেট। ‘জিরো ফিগার’-এর স্টাইলকে বুড়ো আঙুল দেখিয়ে কেটের দাবি, তার এই মুটিয়ে যাওয়া নিয়ে তিনি খুবই খুশি। তা ছাড়া বাহ্যিক সৌন্দর্যের তুলনায় নিজের ‘ক্যারিয়ার’ অনেক বেশি মূল্যবান তার কাছে।
যুক্তরাজ্যভিত্তিক একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে কেট অকপটে তার সৌন্দর্যের কথা জানিয়ে বললেন, প্রকৃতির শুদ্ধ বাতাস তার ত্বকে জাদুকাঠির ছোঁয়া এনে দেয়। তাই রাতে ঘরের জানালা খোলা রাখেন তিনি।
অনেক নায়িকার মতে যেখানে মেকআপে ত্বকের ক্ষতি হয়, সেখানে আরও এক ধাপ এগিয়ে কেট স্বীকার করেছেন যে তিনি মেকআপ করতে পছন্দ করেন। মেকআপ তাকে নারীত্বের অনুভূতি দেয়। তার আত্মবিশ্বাস বাড়ায় অনেক গুণ।