নিজেকে তারকা বিবেচনা করেন না বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে তিনি একজন সফল মানুষ বলে জানিয়েছেন। তিনি স্রেফ ভালো কাজ করতে চান এবং এর মাধ্যমে দর্শককে আনন্দ দিতে চান।
অাগামী মাসের ৫ তারিখে মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা অভিনীত নতুন মুভি 'দিল ধাদাকনে দো'। এতে এই অভিনেত্রী ছাড়াও আরো অভিনয় করেছেন রনবীর সিং, ফারহান আখতার, অনীল কাপুর, আনুশকা শর্মা ও শেফালি শাহ।
১৩ বছরের বলিউড ক্যারিয়ারে অনেক উত্থান-পতন দেখেছেন এই অভিনেত্রী। বলিউডে নিজের বর্তমান অবস্থা সম্পর্কে প্রিয়াঙ্কা বলেন, 'আমি মনে করি না কোনো একজন একাই শীর্ষস্থানে থাকতে পারে। চলচ্চিত্র শিল্পে শীর্ষস্থান বলে কথা নেই। এক নম্বর বলে কোনো জায়গা নেই; প্রতি শুক্রবারই তা পরিবর্তন হয়। প্রতিটি মুভিই এই শিল্পে কারো অবস্থান পরিবর্তন করে দেয়। আমি নিজেকে পাঁচজন শীর্ষস্থানীয় অভিনেতাদের একজন মনে করি।'
নিজের পরবর্তী মুভিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। এতে অায়েশার চরিত্রে অভিনয় করেছেন তিনি। খবর দ্য হিন্দুর
বিডি-প্রতিদিন/২৭ মে ২০১৫/শরীফ