২০১১ বিশ্বকাপের শিরোপা ভারত জিতলে নিজের কাপড় খোলার কথা বলে ওই সময়ে হইচই ফেলে দিয়েছিলেন মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। এবার তার বিপরীতে নায়ক হতে ২৫ হাজারেরও বেশি যুবক আগ্রহ দেখানোতে আবারও আলোচনায় পুনম। যা নাকি বলিউডের ছবিতে কোনো নায়িকার বিপক্ষে নায়ক হতে চেয়ে এর আগে এমন আগ্রহ অতীতে কখনো দেখা যায়নি।
বুধবার আইএনএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুনম পান্ডেকে নিয়ে ‘হেলেন’ নামে একটি ছবি তৈরি করছেন পরিচালক সুরেশ নাকুম। সেই ছবির নায়ক খুঁজে পেতে ‘কন বানেগা পুনম কা হিরো’ শিরোনামে অনলাইনে একটি প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। এতে পুনমের বিপরীতে নায়ক হতে আবদেন করেছেন ২৫ হাজারের বেশি যুবক।
এ প্রসঙ্গে সুরেশ নাকুম বলেন, 'হেলেন' নামের নতুন একটি সিনেমা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এজন্য ছবিতে পুনম পান্ডের নায়ক খুঁজতে তিনি একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। এতে বিপুল সাড়া পড়ে যায়। ২৫ হাজারের বেশি যুবক এর জন্য আবেদন করেন। শুধু তাই নয়, আবেদনকারীরা নিজের অভিনয় প্রতিভা প্রমাণের জন্য ভিডিও ও অডিও ক্লিপ আপলোড করেছেন।
বিডি-প্রতিদিন/২৭ মে, ২০১৫/মাহবুব