আজ এনটিভির লাইভে গান পরিবেশন করবেন আপনি।
হ্যাঁ, এনটিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান 'ভব নদীর কূলে' শিরোনামের একটি অনুষ্ঠানে আমি আজ গান করব। আমি চেষ্টা করব লালনের জনপ্রিয় গানগুলো গাওয়ার জন্য। পাশাপাশি দর্শকদের পছন্দের গানগুলোও পরিবেশন করার চেষ্টা করব।
বর্তমানের ব্যস্ততা কী নিয়ে?
বর্তমানে আমার ব্যস্ততা স্টেজ শো নিয়ে। দেশে ও দেশের বাইরে এবার অনেকগুলো স্টেজ শো করেছি। আগামী ২ জুন ওমান যাচ্ছি প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে। ফিরব ১৩ জুন। আর রোজার মধ্যে আমার লালনের নতুন অ্যালবামের কাজ শুরু করব।
নতুন অ্যালবামটি নিয়ে কিছু বলুন?
এটি হচ্ছে আমার লালনের দ্বিতীয় একক অ্যালবাম। এর আগে ২০০৯ সালে 'লালন কন্যা' শিরোনামের প্রথম লালনের অ্যালবাম প্রকাশ হয়। এবারের অ্যালবামে আমি চেষ্টা করব লালনের কিছু অপ্রকাশিত গান রাখতে। আমি মনে করি লালনের সব গান শ্রোতাদের জানা দরকার। একটু সময় নিয়ে এবারের অ্যালবামটি করতে চাই।
অ্যালবাম থেকে কোনো মিউজিক ভিডিও করার ইচ্ছা আছে?
হ্যাঁ, এখন গান শোনার পাশাপাশি দেখার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগে সবগুলো গান করি তারপর এর মধ্য থেকে বাছাই করে কয়েকটি গানের মিউজিক ভিডিও করব।
লালনের গানের প্রতি আপনার দুর্বলতা কেন?
ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় বুলবুল স্যার (আহমেদ ইমতিয়াজ বুলবুল) যেদিন আমার নাম দিলেন লালন কন্যা; সেদিনই যেন আমি নতুন করে জন্মগ্রহণ করেছি। ওইদিন থেকেই আধ্যাত্দিক সংগীত সাধক লালন সাঁইকে নিয়ে আমার ভাবনার জগৎটা পাল্টে যায়। বিশেষ করে কুষ্টিয়ার মেয়ে হওয়ার কারণে লালনের প্রতি একটা টান সব সময়ই জোরাল ছিল। কিন্তু কখনো ভাবিনি আমি কোনো সময় লালনগীতির শিল্পী হব। এখন লালনের গানের মূল বিষয় মানবধর্মের দীক্ষায় দীক্ষিত হয়ে মানুষকে ভালোবাসতে চেষ্টা করছি।'
গান নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন কী?
যতদিন বেঁচে আছি, ভালো করে গান গেয়ে যাব। তবে আমার অনেক দিনের স্বপ্ন লালন শাহকে নিয়ে লেখাপড়া করব। সেইসঙ্গে মিউজিকের ওপর পিএইচডি করব। আলী আফতাব