মা হচ্ছেন বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী সামিরা রেড্ডি। বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও সেটি আর সম্ভব হয়নি। সম্প্রতি স্বামী অক্ষয় ভারদার সঙ্গে এয়ারপোর্টে আবিষ্কার করা যায় সামিরাকে। তার শারীরিক গঠন দেখেই মনে হচ্ছিল সন্তানসম্ভবা তিনি। তবে খুব তাড়াহুড়ো করেই সেখান থেকে চলে যান সামিরা। তার ছোট বোন সুস্মিতা রেড্ডি সংবাদটি নিশ্চিত করেন। সামিরার মা হওয়ার বিষয়টি ইতিমধ্যে টক অব দ্য বলিউডে পরিণত হয়েছে। কারণ দীর্ঘ সময় ধরে নতুন কোনো ছবিতে দেখা যাচ্ছে না সামিরাকে। তার বাবা ও শ্বশুরবাড়িতে এ নিয়ে উৎসবমুখর অবস্থা বিরাজ করছে। হিন্দু রীতি অনুযায়ী কয়েকবার পূজা দেওয়া হয়েছে বাড়িতে। ২০১৪ সালের জানুয়ারিতে অক্ষয় ভারদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামিরা রেড্ডি। দীর্ঘ ছয় মাস ধরে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না এই অভিনেত্রী। এমনকি ছোট পর্দার কোনো আয়োজনেও অংশ নেননি তিনি। সব মিলিয়ে বলিউড থেকে দুই বছরের একটা বিরতিতে গেছেন তিনি।
সামিরার মা হওয়ার ঘোষণা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে বলে জানিয়েছেন সুস্মিতা। এ বিষয়ে তিনি বলেন, মা হওয়ার বিষয়টি সামিরা এখনো জানাননি কাউকে।