এবার কত দিন পরে ঢাকায় এলেন?
প্রায় আট-নয় মাস পর ঢাকায় এলাম। আমি সব সময় চেষ্টা করি ঠাকুরদার বিভিন্ন উৎসবে বাংলাদেশে আসার। নানা ব্যস্ততার কারণে আসা হয়ে উঠে না।
এবার আসার উপলক্ষ কি ছিল?
আমি এবার ঢাকা এসেছি ঠাকুরদার কিছু প্রেমের চিঠি নিয়ে। আমরা অনেকেই জানি তিনি একজন বিদ্রোহী কবি কিন্তু তার মনে যে কি পরিমাণ ভালোবাসা লালন করতেন, তা হয়তো অনেকেরই অজানা। ঠাকুরদাকে একটু ভিন্নরূপে উপস্থাপন করার জন্যই এবার আমার ঢাকায় আসা।
এবার ঢাকায় নজরুল ইসলামের ভালোবাসার চিঠি পাঠ করেছেন। কেমন লেগেছে?
সত্যিই ভীষণ ভালো লাগছে যে, আমি আমার ঠাকুরদার লেখা প্রেমের চিঠি পাঠ করেছি এই শহরে। যে শহরের মাটিতে দাদু ঘুমিয়ে আছেন শান্তিতে। এবার আমার মনে সান্ত্বনা ঠাকুরদাকে আমি একটু ভিন্নভাবে দর্শক-শ্রোতাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। এ ছাড়া আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের নজরুল গবেষণা কেন্দ্রকে, যারা আমাকে একটি সম্মাননা দিয়েছেন।
নজরুলের প্রেমের চিঠি নিয়ে কি আরও কিছু করার ইচ্ছা আছে?
দর্শক-শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেলে সামনে ঠাকুরদার প্রেমের চিঠিগুলো নিয়ে একটি সিরিজ করার পরিকল্পনা আছে। যেখানে থাকছে নজরুলের অপ্রকাশিত অনেক প্রেমের চিঠি।
অনেকে হয়তো জানেন কে এই নার্গিস? তারপরও আপনার মুখ থেকে একটু শুনতে চাই।
ঠাকুরদা যখন প্রায় কিশোর, তার সংসারবিমুখ মন যখন একটা মুক্তির পথ খুঁজছিল, সেই সময় তার সঙ্গে দেখা হয় কুমিল্লার মেয়ে সৈয়দা খাতুনের। ভালোবেসে ঠাকুরদা তার নাম রেখেছিলেন নার্গিস। ভাবাবেগের বন্যায় ঠাকুরদা এমনভাবে ভেসে গিয়েছিলেন যে, বুঝতেই পারেননি নার্গিস সত্যি তাকে ভালোবেসে ছিলেন, নাকি অবস্থার চাপে পড়ে ভালোবাসার অভিনয় করেছিলেন। শেষ পর্যন্ত নার্গিস আর ঠাকুরদার বিয়ে হয়নি। দুজনের সম্পর্কের মালিন্য এমন এক পর্যায়ে পৌঁছে যে, বিয়ের আসর থেকে ফিরে আসেন ঠাকুরদা। সেই ঘটনার প্রায় ১৬ বছর বাদে নার্গিসের এক চিঠির উত্তরে ঠাকুরদা যে চিঠি লেখেন তাতে তার কবি ও শিল্পী সত্তার প্রকাশ ঘটেছে। নার্গিসের সঙ্গে তার প্রেমের অভিজ্ঞতা থেকে জন্মেছে বহু গান ও কবিতা।
গানের পাশাপাশি আপনি তো আবৃত্তি করেন। নতুন কোনো অ্যালবাম করছেন?
আমার ইচ্ছা আছে দুই বাংলার যৌথ প্রযোজনায় একটি আবৃত্তির অ্যালবাম করার। বাংলাদেশ থেকে শিমুল মোস্তাফা আর আমি মিলে একটি আবৃত্তির অ্যালবাম করার পরিকল্পনা আছে। কিছুদিনের মধ্যে অ্যালবামটির কাজ শুরু করার ইচ্ছা আছে।
আমাদের দুই বাংলায় নজরুল চর্চার বর্তমান চিত্রটা কী রকম?
ইদানীং চিত্রটা পাল্টাচ্ছে দুই বাংলায়ই। কাজী নজরুল ইসলামের ব্যাপারে অনেকেরই আগ্রহ বাড়ছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চুরুলিয়ায় নজরুল বিশ্ববিদ্যালয় হয়েছে। কলকাতায় রাজারহাটে হয়েছে নজরুল তীর্থ। দুর্গাপুরে একটি বিমানবন্দরের নাম করা হয়েছে 'কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর।'
অনেক সময় অভিযোগ আসে নজরুল গানের বিকৃতি হচ্ছে। আপনি কিছু বলেন?
হ্যাঁ। আমাদের ওপার বাংলায় অনেক ছবিতে এখন নজরুলের গান ব্যবহার করা হচ্ছে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে, গানগুলোকে আধুনিকায়ন করতে গিয়ে নজরুল সুর ও বাণীকে নষ্ট করে দিচ্ছে। নজরুল গান ছবিতে ব্যবহার করা ভালো। কিন্তু আমার নিবেদন থাকবে নজরুলের কথা, সুর ও বাণীকে ঠিক করে তারপর যেন ব্যবহার করা হয়। অন্যদিকে বর্তমানে নজরুল শিক্ষার প্রতি অনেক তরুণ শিল্পী ঝুঁকছে। এটি নজরুল চর্চার একটি শুভলক্ষণ।
আপনি তো তারা মিউজিক চ্যানেলের 'আজ সকালের আমন্ত্রণে' অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করেন।
হ্যাঁ। অনুষ্ঠান আর খবর উপস্থাপনা আমার নেশা। তবে আমি এখন তারা টিভির প্রেসিডেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এ দায়িত্ব দিয়েছেন। অনেক কাজ। খুব ব্যস্ত থাকতে হয়। ফাঁকে যতটুকু সময় পাই, দাদুকে নিয়ে গবেষণা করি। দাদুই এখন আমার সব।
- আলী আফতাব