সংগীতের বিভিন্ন শাখায় অবদানের জন্য প্রদান করা হলো দেশের একমাত্র মিউজিক অ্যাওয়ার্ড '১০ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড'। এবার আজীবন সম্মাননা পেলেন সংগীতজ্ঞ ফেরদৌসী রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, তাসলিম আহমেদ [হেড অব করপোরেট কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিক রিলেশন, সিটিসেল], মোস্তফা জামান আব্বাসী ও সাবিনা ইয়াসমিন। এ সময় ফেরদৌসী রহমান বলেন, 'জীবনে অনেক পুরস্কার পেয়েছি। আজকের পুরস্কারটি আমার জীবনের স্মরণীয় পুরস্কার'।
১৫ জুন সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানকে ঘিরে বসেছিল হাজারো শিল্পীর মিলনমেলা। জমকালো আয়োজনে প্রদান করা হয় সংগীতে ক্রিটিক ও পপুলার চয়েসে মোট ১৭টি ক্যাটাগরিতে '১০ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড'। ক্রিটিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন রবীন্দ্রসংগীতে-সাবিনা ইয়াসমিন [আমি সন্ধ্যাদ্বীপের শিখা], নজরুলসংগীতে-খায়রুল আনাম শাকিল [বেণুকা], লোক সংগীতে-কিরণ চন্দ্র রায় [জানলি না মন কোথায় সে], আধুনিক সংগীতে-সামিনা চৌধুরী [অনুরোধ করে], নবাগত শিল্পী-স্মরণ [কাছে আসতে মানা], সংগীত পরিচালক-নকীব খান [তুমি পাশে বলে কি সুন্দর], গীতিকার-জুলফিকার রাসেল [আমার মন ভালো নেই], ছায়াছবির গান-ভালোবাসা আজকাল [এই প্রথম একটি মুখ], কাভার ডিজাইন-সৈয়দ কামাল [আমার সেরা], সাউন্ড ইঞ্জিনিয়ার-মিশাইল কবির [ফেরা], সেরা ব্যান্ড- চিরকুট [জাদুর শহর], মিউজিক ভিডিও নির্মাতা-শুভব্রত সরকার [তোমাকে ছাড়া]।
পপুলার চয়েস ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন আধুনিকে- তাহসান [তুই চাইলে], সেরা ব্যান্ড-জলের গান [অতল জলের গান], নবাগত শিল্পী-স্মরণ [কাছে আসতে মানা], ছায়াছবির গান-চন্দন সিনহা [আমি নিঃস্ব], ফিউশন-কৃষ্ণকলি [দালান দিলি]।
অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি ছিল দেশসেরা নবীন-প্রবীণ শিল্পীদের মনমাতানো নানা পরিবেশনা। অনুুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন, তপন মাহমুদ, ফেরদৌস আরা, আবিদা সুলতানা, রফিকুল আলম, ফরিদা পারভীন, আকরামুল ইসলাম, আইয়ুব বাচ্চু, শাহনাজ বেলী, রিজিয়া পারভীন, মনির খান, সজীব, অনিমা রায়, অভিক, নির্ঝর, ফকির শাহাবুদ্দিন, দিনাত জাহান মুনি্ন, কোনাল, কণা, আরিফ, জনি খন্দকার, সুবর্ণা, স্মরণ, শফিক তুহিন, রন্টিদাস, তাহসান, শাকিলা, ইমরান, ঝিলিক প্রমুখ।
ছায়াছবির জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন- আনিসুর রহমান মিলন, তমা মির্জা, ওমর সানি, শিলা, সুমন ও প্রসূন আজাদ। অনুুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনা করেন শহীদুল আলম সাচ্চু। ধারণকৃত অনুষ্ঠানটি চ্যানেল আইতে শিগগিরই সম্প্রচার হবে।