কোথায় এখন?
রাঙামাটিতে আছি। সাগর জাহানের রচনা ও পরিচলনায় এবারের নাটকটির নাম 'সিকান্দার বক্স এখন রাঙামাটি'। এখানে আমি ছাড়া আরও আছেন মোশাররফ করিম, শখ, ফারুক আহমেদ, শাহনেওয়াজ, তৌসিফ, অ্যালেন শুভ্র, জুঁই করিম, আহসান কবীরসহ আরও অনেকেই।
এবারের গল্প কী নিয়ে?
এর আগে দর্শক সিকান্দার বক্সকে দেখেছেন বান্দরবান, কক্সবাজারে। আর এবার সিকান্দার বক্স পুরো পরিবার নিয়ে রাঙামাটিতে এসেছে। নানা মজার মজার দৃশ্য দিয়ে সাজানো হয়েছে এবারের নাটকটি। গল্পটা এখনই বলতে চাচ্ছি না। এটি ঈদে দর্শকদের জন্য সারপ্রাইজ থাকল।
এবার আর কী কী কাজ করছেন?
ঈদের জন্য আরও বেশ কয়েকটি নাটকের কথা চলছে। এর মধ্যে এ মাসের শেষে আরও একটি ধারাবাহিক নাটকে অভিনয় করব। আরও বেশকিছু নাটকের কথা চলছে।
আপনাদের স্কুলটির কী খবর?
'অল সেন্টস' শুধু একটি স্কুল নয়, এটি আমাদের স্বপ্নের একটি প্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা অনেক আগেই নিয়েছিলাম আমি আর টুটুল। এখন তা বাস্তবে রূপ ধারণ করেছে।
স্কুলটির কার্যক্রম নিয়ে কিছু বলুন।
আমরা সংগীতের ক্লাস নিচ্ছি। বাদ্যযন্ত্রের মধ্যে শিখাচ্ছি পিয়ানো, বাঁশি, ভায়োলেন, গিটার, ড্রামস ইত্যাদি। আমরা প্রতিটি গানের শিল্পীর জন্য একটি করে বাদ্যযন্ত্র শিক্ষাটা বাধ্যতামূলক করে দিয়েছি। আমাদের এই প্রতিষ্ঠানে নাচ শিখাচ্ছেন বাংলাদেশের অনেক গুণী নৃত্যশিল্পী। ছোটদের পাশাপাশি বড়দের জন্য একটি ভাষা শিক্ষার ব্যবস্থা আছে। এ ছাড়া কর্মজীবী মা-বাবার সন্তানদের জন্য প্রতিষ্ঠানটিতে থাকছে একটি ডে-কেয়ার সেন্টার। দুই থেকে ১০ বছরের শিশুদের জন্য এই ডে-কেয়ার। একটা শিশুকে আমরা খেলার ছলেই ভালো-মন্দ, জীবন বা জগৎ সম্বন্ধে ধারণা দেব। সব মিলিয়ে একটি শিশুর প্রাথমিক শিক্ষার সব ব্যবস্থা আমরা এখানে করে রেখেছি।
ভবিষ্যৎ পরিকল্পনা কী?
এই স্কুল, আমার পরিবার ও অভিনয় নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চায়। আর এই দেশের জন্য ভালো কিছু করে যেতে চায়।
আলী আফতাব