মধ্য আকাশে গনগনে সূর্য। চোখে-মুখে বিরক্তির ছাপ। একবার ঊর্ধ্বপানে তাকালেন অপু। সামনে ক্যামেরা। যে কোনো সময় অ্যাকশন বলবেন নির্মাতা রাজ। ঘামে নেয়ে-ধুয়ে একাকার। তারপরও ঠোঁটের কোনে উচ্ছ্বাসের হাসি। অনেক দূর থেকে সেই হাসির সরলতা মাপা যায়। গ্রীষ্মের খরতাপ এতটুকু ম্লান করতে পারেনি প্রাণবন্ত অপু বিশ্বাসকে। পারার কথাও নয়, উজ্জ্বল সূর্যকে প্রকৃতি কাছে ডাকলেও অপুর চারপাশজুড়ে শুধুই বসন্তের হাতছানি। রুপালি পর্দায় অপুর কিশোর বয়সী হাঁটায় যৌবন ডেকেছে অমলিন হাসি আর অপলক সজীবতা।
নির্মাতা রাজ ক্যামেরায় চোখ রেখে অ্যাকশন বলতেই অপুর দিকে ধীরলয়ে এগোতে শুরু করেন ইন্দ্রনীল সেনগুপ্ত। চলছে 'সম্রাট' ছবির শুটিং। প্রথমবার টালিগঞ্জের কোনো হিরোর বিপরীতে মুখোমুখি দাঁড়ালেন অপু। জড়তা ঝেড়ে দ্যুতিময় অপুর শর্ট এক টেকেই ওকে। হাততালির শব্দ অনেক দূর পর্যন্ত লতিয়ে যায়। এমন সফলতা বরাবরই দক্ষ এই অভিনেত্রীকে ঘিরে রেখেছে অনন্য এক মাত্রায়। ইন্দ্রনীলের সঙ্গে কাজের অভিজ্ঞতা বড় সুখের। বলেন অপু। পর্দায় দাদাকে বেশ সিরিয়াস মনে হলেও বাস্তবে উল্টো। মজা করে কথা বলেন। আমার কাজের ধরন দেখে প্রশংসায় পঞ্চমুখ হন। দাদার মতো দক্ষ একজন অভিনেতার সঙ্গে কাজের আগে কপালে চিন্তার ভাঁজ পড়েনি। কারণ নিজের ওপর কনফিডেন্স শতভাগই ছিল। দাদার কাছেও আমার এই কনফিডেন্সটাই বেশি ভালো লেগেছে। আমিও দাদার সঙ্গে কাজ করতে গিয়ে শেখার ঝুলিতে দক্ষতা আরও কিছুটা ভরে নিয়েছি। শাকিবের বাইরে অনেক সিনিয়র শিল্পীর সঙ্গে ক্যামেরার ফ্রেমে বন্দী হয়েছি।
সবার সঙ্গে ভালো কাজের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ হয়েছে। কলকাতার ইন্দ্রনীল দাদার সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি তিনি খুব হেল্পফুল, কেয়ারিং আর ব্রড মাইন্ডের একজন শিল্পী। আসলে বড়মাপের মানুষেরা এমনই হয়। তার সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। আগেই বলেছি দাদার সঙ্গে কাজ করে আমার দক্ষতার ঝুলি সমৃদ্ধ হয়েছে। এ ধরনের বিখ্যাত মানুষের সঙ্গে বেশি করে কাজ করতে চাই।
আমাদের এখানে শাকিব খান, রিয়াজ, প্রয়াত মান্না থেকে শুরু করে শ্রদ্ধেয় রাজ্জাক আংকেল এবং তার মতো অন্যদের কাছ থেকেও অনেক কিছু শিখে আজ আমার চলার পথকে মসৃণ করেছি। সবাই আমার চলার পথের পাথেয়। তাদের আশীর্বাদ নিয়ে আরও পূর্ণতা পেতে চাই। আসলে চলতে গেলে বড়দের পথে হাঁটতে হয়। তাদের সহযোগিতা বড়ই প্রয়োজন।
গত সপ্তাহে মুক্তি পায় অপু অভিনীত 'দুই পৃথিবী'। এতে অন্য রূপে বড়পর্দায় ঝলসে ওঠেন অপু। দর্শক যতই দেখছেন ততই নতুন করে অপুর প্রেমে পড়ছেন। ঈদে আসছে 'লাভ ম্যারেজ'। চলছে আরও অনেক ছবির কাজ। দর্শক অধীর আগ্রহে আঙ্গুলের কড়ায় সময় গুনে চলছেন। দর্শকের এই হিসাব-নিকাশ রুপালি পর্দায় উচ্ছ্বসিত আরও এক আবেদনময়ী অপুকে দেখার...।