প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে 'শ্রী চিন্ময় কালচার লাইট পদক'-এ সম্মানিত করল নিউইয়র্কের 'শ্রী চিন্ময় সেন্টার।' সম্প্রতি কুইন্সে জ্যামাইকার 'পিস মেডিটেশন গার্ডেনে' আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পীকে এ অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়। খবর এনআরবি নিউজ। চিন্ময় সেন্টারের পক্ষে পরিচালক রঞ্জনা ঘোষ এ পদক শিল্পীকে প্রদান করেন। পদকের প্রাসঙ্গিকতা উল্লেখ করে তিনি এ সময় বলেন, সংগীত, লেখনী, সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি বা ফাইন আর্টসের যে কোনো সৃজনী কর্ম যা মানুষের মাঝে সন্দেহ, অবিশ্বাস, ভয়ভীতি দূর করে। শান্তি, সংহতি ও একাত্দতা সৃষ্টিতে অনুপ্রাণিত করে, তেমন ব্যক্তিদেরই এ পদক প্রদান করা হয়। এর আগে দক্ষিণ আফ্রিকার নোবেল বিজয়ী আর্চ বিশপ ডেসমন্ড টুটু, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আনোয়ারুল করিম চৌধুরী, রাশিয়ান সংগীতজ্ঞ বোরিস গ্রেবেনশিকভসহ বিশ্বের বিশিষ্ট ব্যক্তিত্বদের এ পদক প্রদান করা হয়েছে।