এক বছর বিরতির পর আবারও একসঙ্গে একটি টেলিফিল্মে অভিনয় করছে ছোটপর্দার চিরসবুজ জুটি আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। আরিফ খানের নির্দেশনায় 'তবুও আমারে দেবো না ভুলিতে' টেলিফিল্মে আবারও তারা জুটিবদ্ধ হয়েছেন। এটি রচনা করেছেন আজাদ আবুল কালাম। দীর্ঘ এক যুগ পর আরিফ খানের নির্দেশনায় আফজাল-সুবর্ণা ২০১২ সালে 'প্রেম বাঁচিতে জানে' টেলিফিল্মে অভিনয় করেছিলেন। ফারিয়া হোসেন রচিত এই টেলিফিল্মটি এনটিভিতে প্রচার হয়েছিল। দুই বছর বিরতির পর বদরুল আনাম সৌদের রচনায় আরিফ খানের নির্দেশনায় 'ইংরেজি শিক্ষার আসর' নাটকে অভিনয় করেন। এটি ২০১৪ সালে চ্যানেল আইতে প্রচার হয়। আবারও আরিফ খানের নির্দেশনায় তারা অভিনয় করছেন। আফজাল হোসেন বলেন, 'অফিশিয়াল ব্যস্ততার কারণে আসলে অভিনয়ে একেবারেই সময় দেওয়া হয় না। 'তবুও আমারে দেবো না ভুলিতে' গল্পটা ভালো লেগেছে। তাই ব্যস্ততার মাঝেও কাজটি করছি। আশা করি ভালো লাগবে দর্শকের।' সুবর্ণা মুস্তাফা বলেন, 'আরিফ খানের নির্দেশনায় কাজ করার ভালো লাগাটা এখানেই যে তার নাটকে খুব গুণী শিল্পীদের সমন্বয় থাকে। যাদের সঙ্গে কাজ করলে নিজের অভিনয়ও সমৃদ্ধ হয়।'
টেলিফিল্মটি ঈদে চ্যানেল আইতে প্রচার হবে।