হরভজন সিংয়ের সঙ্গে গীতা বাসরার প্রেমের গল্পটা মোটামুটি পুরনো। মিডিয়া পাড়ার এই জোর আলোচনাকে কখনোই অস্বীকার করেননি হরভজন বা গীতা। কিন্তু বিয়ের প্রসঙ্গে যারপরনাই বিরক্ত ৩১ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী।
খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে গীতা বাসরা অভিনীত ‘সেকেন্ড হ্যান্ড হাসবেন্ড’ ছবিটি। সেই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। হরভজনের গলায় কবে মালা পরাচ্ছেন এমন প্রশ্ন শুনে রীতিমতো ক্ষেপে গেলেন। বললেন, "বিয়ে হলে সবাই জানতে পারবে। আমি কোনোদিনই আমার আর হরভজনের সম্পর্কের ব্যাপারে কিছু গোপন করিনি। কিন্তু মিডিয়া আমাকে বারবার বিয়ের প্রশ্ন করে বিরক্ত করছে। এটা নিয়ে গুজব ছড়ানোর তো কোনো মানে নেই। সময়মতো আপনাদের জানিয়ে দেব।"
অবশ্য বিয়ের প্রশ্নে রেগে গেলেও বয়ফ্রেন্ডই যে তার অনুপ্রেরণা সেটা অকপটে জানালেন গীতা। বললেন, "অনেক অল্প বয়সেই সাফল্য পেয়েছে ও। কিন্তু আজও ভীষণ বিনয়ী ও অত্যন্ত মাটির মানুষ। সে খেলা ভালোবাসে। ওর কাছ থেকে আমি শিখি।"
২০০৬ সালে ‘ট্রেন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় গীতা বাসরার। মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে ফের ফিরে এসেছেন বলিউডে। আগামী ৩ জুলাই মুক্তি পেতে যাচ্ছে তার ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ ছবিটি।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন, ২০১৫/ রশিদা