সম্প্রতি আলোচিত-সমালোচিত হয়ে অনেকটাই ঘরকুণো হয়ে পড়েছেন অভিনেত্রী হ্যাপি। তবে এতকিছুর পরেও থেমে নেই তার পথ চলা। এবার মায়ার বন্ধনে সবাইকে জড়াবেন হালের আলোচিত এই অভিনেত্রী। তবে বাস্তবে নয় বড় পর্দায়।
আজ বুধবার ‘মায়া’ নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন হ্যাপি। জানা গেছে, বন্ধন হোসেনের পরিচালনায় ছবিটির কাজ শুরু হবে এ মাসেই। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে হ্যাপি বলেন, ছবিটির মহরত ও প্রাথমিক শুটিং ঈদের আগে সম্পন্ন হবে। অর্থাৎ রমজান মাসে শুধু দুই বা তিনদিন শুটিং হবে। আর মূল কাজ হবে ঈদের পরে। তখন চলবে টানা শুটিং।
তিনি আরও বলেন, চরিত্রটি খুবই তাৎপর্যপূর্ণ। মায়া নামেই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আমাকে। দুইজন নায়ক থাকলেও এটি হবে নায়িকা কেন্দ্রিক একটি ছবি।
উল্লেখ্য, কিছু আশা কিছু ভালোবাসা ছবির মাধ্যমে ফিল্মপাড়ায় নাম লেখান হ্যাপি। সম্প্রতি শেষ হয়েছে তার রিয়্যালম্যান ছবির কাজ। শীঘ্রই এটি বড় পর্দায় উঠবে।
এদিকে আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে। মাঠে গিয়ে খেলা দেখবেন কিনা জানতে চাইলে হ্যাপি বলেন, অবশ্যই যাব। কারও টানে যাব না। যাব দেশের টানে। সাধারণ দর্শক হিসেবে।