সাবেক প্রেমিক বলিউড অভিনেতা শহীদ কাপুরের আসন্ন বিয়ের খবরের কথা শুনে অনেকটাই খুশি অভিনেত্রী কারিনা কাপুর! শুধু তাই নয়, দাওয়াত পেলে শহীদের বিয়েতে যাওয়ার ইচ্ছা আছে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। অবশ্য বিয়ে সামনে রেখে সাবেক প্রেমিককে কোনো উপদেশ দিবেন কিনা সাংবাদিকের এমন প্রশ্নে এড়িয়ে যান কারিনা। এক সাক্ষাৎকারে এসব কথা বলেন 'হায়দার' তারকা শহীদের এক সময়ের 'গার্লফ্রেন্ড' কারিনা। খবর পিটিআই'র
২০০৭ সালে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হওয়ার আগে তিন বছর চুটিয়ে প্রেম করেছেন শহীদ ও কারিনা। বিচ্ছেদের পর আর প্রেমে না জড়িয়ে সরাসরি বিয়ে বন্ধনে আবদ্ধ হন আরেক অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে। গত তিন বছর ধরে সাইফের ঘর করছেন ৩৪ বছর বয়সী কারিনা কাপুর। আর শহীদ এখনো বিয়ে না করলেও শিগগিরই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। পারিবারিক হস্তক্ষেপে দিল্লির মেয়ে মীরা রাজপুতকে আগামী জুলাই মাসে শহীদ বিয়ে করছেন বলে জোর খবর শোনা যাচ্ছে। শহীদের বয়স এখন ৩৪ চলছে।
সাবেক প্রেমিক বিয়ে করতে যাচ্ছেন এ সম্পর্কে কারিনা বলেন, 'আমি তার [শহীদ] বিয়ে সম্পর্কে অবগত আছি। শহীদ আমাকে জানিয়েছে যে সে বিয়ে করতে যাচ্ছে। এতে আমি খুশি। বিয়ে একটা সুন্দর প্রতিশ্রতি এবং আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।'
সাবেক প্রেমিকের বিয়েতে যাচ্ছেন কিনা এমন প্রশ্নে সাইফপত্মী বলেন, 'হ্যাঁ, দাওয়াত পেলে যেতে পারি।' বিয়ে সামনে রেখে এই মুহূর্তে শহীদের জন্য কোনো টিপস আছে কিনা জানতে চাওয়া হলে কারিনা বলেন, 'কাউকে উপদেশ দেওয়ার জন্য আমি কেউ নয়।'
বিডি-প্রতিদিন/ ১৭ জুন ২০১৫/শরীফ