খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠির বহুল আলোচিত 'দিলওয়ালে' মুভির মিউজিক স্বত্ত্ব পেয়েছে সনি মিউজিক। মুভিটির মাধ্যমেই বলিউডের সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক জুটি শাহরুখ খান ও কাজলের দীর্ঘ ৫ বছর পর ফের বড় পর্দায় আবির্ভাব ঘটছে। বর্তমানে বুলগেরিয়ায় মুভিটির শুটিং চলছে। খবর পিটিআই'র
সনি মিউজিক ইন্ডিয়ার মার্কেটিং ডাইরেক্টর এক বিবৃতিতে 'দিলওয়ালে'র মিউজিক স্বত্ত্ব পাওয়ার বিষয়টি আজ জানিয়েছেন।
শাহরুখ খানের 'রেড চিলিস এন্টারটেইনমেন্ট' ব্যানারের আওতায় নির্মিত মুভিটিতে আরো অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কৃতি সানন, বোমান ইরানি ও বিনোদ খান্না।
উল্লেখ্য, চলতি বছরের বড়দিনে 'দিলওয়ালে' মুভিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ জুন ২০১৫/শরীফ