তৃতীয়বারের মতো চলচ্চিত্রের সংগীত পরিচালনা করতে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ। সোহানুর রহমান সোহান পরিচালিত 'জেদ' চলচ্চিত্রের সংগীত পরিচালনা করবেন তিনি। বিষয়টি গতকাল সকালে নিশ্চিত করেছেন পরিচালক সোহানুর রহমান সোহান। কুমার বিশ্বজিৎ বলেন, 'ভালো সুর সৃষ্টির জন্য স্বাধীনভাবে কাজ করার সুযোগ এবং সময় দিতে হয়। সোহান আমাকে সেই সময় দিবেন আশা করি।' আসছে রমজানের পর থেকেই কুমার বিশ্বজিৎ 'জেদ' চলচ্চিত্রের সংগীত পরিচালনার কাজে হাত দিবেন। এর আগে কুমার বিশ্বজিৎ পি এ কাজল পরিচালিত 'স্বামী স্ত্রীর ওয়াদা' চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে সংগীত পরিচালক এবং শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দ্বিতীয়বারের মতো সংগীত পরিচালনা করেন তিনি প্রসূন রহমানের 'সূতপার ঠিকানা' চলচ্চিত্রের।