প্রতি ঈদেই ছোটপর্দায় দেখা যায় পপিকে। ঈদ বলেই তিনি দু-একটি নাটক-টেলিফিল্মে অভিনয় করেন। এবারও তার ব্যতিক্রম হবে না। এরই মাঝে তিনি ঈদের একটি টেলিফিল্মে অভিনয় শুরু করেছেন। টেলিফিল্মের নাম 'ভালোবাসায় দু'জনায়'। এটি রচনা ও পরিচালনা করছেন হাসান জাহাঙ্গীর। গত মঙ্গলবার থেকে টেলিফিল্মটির শুটিং শুরু হয়েছে। 'ভালোবাসায় দুজনায়' টেলিফিল্মটিতে পপি অভিনয় করছেন নীলা চরিত্রে।
পপি বলেন, 'গল্পটি অনেক ভালো লেগেছে। তাই অভিনয় করছি। আমি যথাসাধ্য চেষ্টা করছি আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে। পরিচালক আমাকে দারুণভাবে সহযোগিতা করছেন। আমার বিশ্বাস কাজটি ভালো লাগবে দর্শকদের।'
এদিকে পপি জাহাঙ্গীর আলম সুমনের নির্দেশনায় 'সোনাবন্ধু' চলচ্চিত্রে অভিনয় করছেন। গত ২৯ মে মুক্তি পায় তার অভিনীত প্র্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত 'দুই বেয়াইয়ের কীর্তি'। তার আগে গত বছরের শেষপ্রান্তে মুক্তি পায় মুহাম্মদ জাকির খান পরিচালিত 'চার অক্ষরের ভালোবাসা'। দুটি চলচ্চিত্রেই তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। পপি আরও জানান, ঈদের পর আরও নতুন দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে তার।
আসছে ঈদে পপিকে আরও দেখা যাবে জিএম সৈকতের পরিচালনায় 'লাভ স্পিড' টেলিফিল্মেও। বিপরীতে আছেন আমিন খান।