'ধুম থ্রি' ছবির সাফল্যের পর এখনো পরবর্তী সিক্যুয়ালের ঘোষণা আসেনি। তবুও অঘোষিত তথ্য- আসছে 'ধুম ফোর' নিয়ে। নতুন গুঞ্জন, এ ছবিতে অভিনয় করবেন বলিউডের দুই যুদ্ধজয়ী রণবীর কাপুর এবং রণবীর সিং। কিছুদিন আগে কান কথায় শোনা যাচ্ছিল, 'ধুম ফোর' ছবিতে আবারও দেখা দেবেন ঋত্বিক রোশন। তবে সে গুজব উড়িয়ে দিয়েছেন পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য। তিনি বলেছেন- ভিলেন হিসেবে আসবেন নতুন কেউ, যাকে লাভার বয় হিসেবেই দেখেছে বলিউড। তার ইঙ্গিত বিশ্লেষণ করেই জোর গুজব, রণবীর কাপুর এবং রণবীর সিং তালিকার শীর্ষে আছেন।