'জিরো ডিগ্রী' ছবিটি মুক্তির পরে নিজের প্রযোজনা সংস্থা নকশী কাঁথা প্রযোজিত টেলিফিল্মে অভিনয় করেছেন ঠিকই, তবে এখন পর্যন্ত কোনো নাটক কিংবা টেলিফিল্ম পরিচালনা করেননি তিনি। তবে ঈদ উপলক্ষে দুটি টেলিফিল্ম পরিচালনা করবেন অভিনেতা ও নির্মাতা মাহফুজ আহমেদ। 'দেবদূত' এবং 'রুম নাম্বার ১৩' শিরোনামের টেলিফিল্ম দুটির শুটিং শুরু করবেন চলতি মাসেই। নকশী কাঁথা প্রযোজিত এ টেলিফিল্ম দুটির শুটিং হবে কিশোরগঞ্জে। প্রসূন রহমানের লেখা 'দেবদূত' টেলিফিল্মে অভিনয় করবেন আহমেদ রুবেল, সাঈদ বাবু, রুনা খান, মাজনুন মিজান, ওয়ালীউল রুমী। অন্যদিকে 'রুম নাম্বার ১৩' লিখেছেন কাওসার খান। এখানে লাক্স সুপারস্টার নীলা, নাদিয়া, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের আজাদসহ বেশ কয়েকজন নতুন মুখ অভিনয় করবেন। সঙ্গে থাকবেন সাঈদ বাবু ও রিচি সোলায়মান। কিশোরগঞ্জের বাজিতপুর মেডিকেল কলেজে ২৬ জুন থেকে শুটিং হবে টেলিফিল্মের। ঈদ উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে 'রুম নাম্ব্বার ১৩'।
মাহফুজ বলেন, 'নানাবিধ ব্যস্ততার কারণে এবার নির্মাণে সময় কম দেওয়া হচ্ছে। তবুও দুটি টেলিফিল্ম করছি। পাশাপাশি এবারও অভিনয় করেছি বেশ কয়েকটি নাটক-টেলিফিল্মে। তাই এবার নির্মাতা এবং অভিনেতা- দুই রূপেই দর্শকের সামনে থাকছি।'