আগামী ২৩ জুন থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ধারাবাহিক নাটক 'উজান গাঙের নাইয়া'র দ্বিতীয় সিরিজ। মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে নির্মিত পারিবারিক বিনোদনমূলক এ ধারাবাহিকটি দর্শকরা দেখতে পাবেন প্রতি মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে। এছাড়া এই নাটকের অভিনয় শিল্পী, গর্ভবতী মা ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান 'নাটকের পরে' প্রচারিত হবে এটিএন বাংলা'তেই প্রতি বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে।
'উজান গাঙের নাইয়া'র প্রথম সিরিজের কাহিনী যেখানে শেষ হয়েছিল তার কয়েক বছর পরের গল্প নিয়েই দ্বিতীয় সিরিজ শুরু হচ্ছে। রফিকুল ইসলাম পল্টু ও শুভাশিষ সিনহা'র চিত্রনাট্য এবং বাশার জর্জিসের পরিচালনায় এবারের সিরিজে অভিনয় করেছেন রিয়াজ, ফারহানা মিলি, চম্পা, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, স্পর্শিয়াসহ আরো অনেকে।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে পরিচালিত 'বিবিসি আগমনী' প্রজেক্টের একটি অংশ এটি।