বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে মানুষ কতটা পছন্দ করেন তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গেলেই বুঝবেন। কারণ এই বলিউড অভিনেতার অফিসিয়াল পেজ পেল একুশ মিলিয়ন লাইক।
বিগ-বি যে ফেসবুক টুইটার বা ব্লগ লেখায় সবময়েই সক্রিয় তা সবার কম বেশি জানা। এর ফলে বিভিন্ন ঘটনায় তার প্রতিক্রিয়া পাওয়া যায় সহজেই। সোশাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখতে বেশ পছন্দ করেন তিনি। ফেসবুকে তার পেজ একুশ মিলিয়ন ছাড়িয়ে যেতে দৃশ্যতই উচ্ছ্বসিত অমিতাভ তার অনুসারীদের ধন্যবাদ জানিয়েছেন।
এ উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে গতকাল বুধবার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অমিতাভ জানিয়েছেন, এটা তোমাদের ভালোবাসায় আমাকে এখানে এনেছে। ধন্যবাদ সবাইকে।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৫/মাহবুব