দীর্ঘদিন পর জুটি হয়ে অভিনয় করছে তারকা দম্পতি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। 'হোপলেস ম্যান' শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন তারা। নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনা করছেন জাহিদ নিজেই। আর মৌ থাকছেন তার প্রেমিকার চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন বীথি রানী সরকার। গল্পে দেখা যাবে, জাহিদ হাসান মানসিক রোগী। সবসময় তার মনে হতে থাকে সে বোধহয় মারা যাচ্ছেন। আর এ কারণে বাসা থেকে বের হওয়া তো দূরের কথা বিছানা থেকে নামতেও ভয় পান তিনি। একসময় তার পরিচয় হয় মৌয়ের সঙ্গে।
নাটকটি ঈদের বিশেষ আয়োজনে এটিএন বাংলায় প্রচার হবে। জাহিদ হাসান বলেন, 'ঈদ মানেই বিশেষ অনুষ্ঠান। তাই ভালো কিছু নির্মাণের চেষ্টা থাকে সবারই। গল্পটি ভালো। চরিত্রের প্রয়োজনে মৌকে নিয়েছি। আমার প্রত্যাশা দর্শক নাটকটি উপভোগ করবে'।
জাহিদ হাসান আরও তিনটি নাটক নির্মাণ করছেন ঈদে। এগুলো হলো আরটিভির জন্য 'লটারি', বাংলাভিশনের 'ডিস্টার্ব' ও এশিয়ান টিভির জন্য 'সুন্দরী ২০১৫'।