এবার আইনি প্যাঁচের মধ্যে পড়লেন ঐশ্বরিয়া রায় বচ্চন। 'মেরিকম' ছবির পর এবার পাকিস্তানের জেলে ফাঁসি হওয়া ভারতীয় বন্দী সর্বজিৎ সিংহের জীবন নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক উমাং কুমার। যেখানে সর্বজিতের বোন দলবীর কৌরের ভূমিকায় অভিনয় করার কথা বিশ্বসুন্দরীর। আর তা নিয়েই শুরু হয়েছে জটিলতা। ছবিতে দাদার সঠিক ভাবমূর্তি তুলে ধরা হচ্ছে না বলে বেঁকে বসেছেন সর্বজিতের বোন দলবীর। সোজা আইনি নোটিস পাঠিয়েছেন নির্মাতা বরাবর। আইনি নোটিস থেকে বাঁচেননি অভিনত্রী ঐশ্বরিয়াও।