চিত্র পরিচালক রোহিত শেট্টির পরবর্তী ছবি ‘দিলওয়ালে’-র শুটিংয়ের সুবাদে বলিউড সুপারস্টার শাহরুখ খান এখন বুলগেরিয়ায়। এতে বেজায় খুশি শাহরুখ খান।
টুইটারে শাহরুখ জানিয়েছেন, সাইকেল পেয়ে খুব খুশি তিনি। গত ২১ মে শাহরুখের বাঁ হাঁটুতে সার্জারি হয়েছে। এই সাইকেল তার হাঁটু মেরামতির কাজে আসবে বলে মনে করেন কিং খান।
‘চেন্নাই এক্সপ্রেস’-এর পর রোহিত-শাহরুখ ফের একত্র হয়েছেন ‘দিলওয়ালে’-তে। কিং খানের সঙ্গে এই ছবিতে আরও আছেন বলিউড অভিনেত্রী কাজল এবং অভিনেতা বরুণ ধাওয়ান।
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৫/মাহবুব