যদি কখনো নিজের আত্মজীবনী নিয়ে মুভি [বায়োপিক] নির্মিত হয়, তাহলে সেখানে নিজের চরিত্রে তিনি দাবাঙ্গ খ্যাত অভিনেতা সালমানকে চান শোলে’র বীরু খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। সম্প্রতি স্থানীয় এক পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশাবাদই ব্যক্ত করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।
সালমান খানকে নিজের চরিত্রের জন্য পারফেক্ট মনে করে ধর্মেন্দ্র বলেন, 'সালমান আমার চরিত্রে অভিনয় করার জন্য একেবারে উপযুক্ত অভিনেতা। তার বেশ কিছু অভ্যাস আমার মতো। আপনারা তো এটা ভালোই জানেন। ও অনেকটা আমার মতো।'
উল্লেখ্য, ধর্মেন্দ্রর আসন্ন মুভি 'সেকেন্ড হ্যান্ড হাসব্যান্ড' মুক্তির অপেক্ষায় রয়েছে। মুভিটিতে তার বিপরীতে গিপ্পি গ্রেওয়ালকে দেখা যাবে। গোবিন্দাকন্যা টিনাও অভিনয় করছেন মুভিটিতে।
বিডি-প্রতিদিন/ ১৯ জুন ২০১৫/শরীফ