সাফল্যের জোয়ারে ভাসছেন অগ্নিকন্যা মাহিয়া মাহি। ঈদে মুক্তি পেয়েছে এই নায়িকা অভিনীত ছবি 'অগ্নিকন্যা টু'। ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। ছবির গড় ওপেনিং কালেকশন ছিল শতকরা ৯০ ভাগ, ছবিতে নাম ভূমিকায় মাহির অভিনয় দর্শক মন কেড়েছে বলে জানান প্রেক্ষাগৃহ মালিকরা, তাদের কথায় সিক্যুয়েল এ ছবিটি 'অগ্নি'র মতোই ব্যবসা সফল হতে যাচ্ছে। প্রথম ছবিতেও নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেন মাহি। সেটিতে ব্যবসা সফল হয়। এ কারণে 'অগ্নি'র সিক্যুয়েল 'অগ্নি টু' নির্মাণ করেন জাজ মাল্টিমিডিয়া। দুটি ছবিই পরিচালনা করেন ইফতেখার চৌধুরী। অ্যাকশনধর্মী এ ছবি দুটিতে অ্যাকশন লেডি হিসেবে অভিনয় করেন মাহি এবং অসাধারণ অভিনয় দিয়ে দর্শক মন কাড়েন তিনি। ২০১২ সালে 'ভালোবাসার রঙ' ছবির মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক, এরপর একাধারে রোমান্টিক ছবিতেই অভিনয় করেন তিনি এবং সাফল্য পান। 'অগ্নি ও অগ্নি টু'র মাধ্যমে অ্যাকশন ছবিতেও সমান দক্ষতা দেখান তিনি। ঈদে আশানুরূপ রিশেপসন হওয়ায় মাহি নিজেও খুব খুশি। তার কথায় দর্শক আমাকে আবারও অ্যাকশন লেডি চরিত্রে গ্রহণ করায় সত্যিই আমি আনন্দিত এবং নিজের প্রতি আস্থা বেড়েছে। আমার বিশ্বাস 'অগ্নি টু' বাম্পার হিট ছবির তালিকায় নাম লেখাবে। কারণ অসাধারণ গল্প ও নির্মাণের ছবি এটি।