দিল্লির রাজপথে রিকশা টানছেন হলিউডের খ্যাতনামা অভিনেতা জনি ডেপ! মাথায় রোদ থেকে রেহায় পেতে কাপড় বাধা, আর গলায় মেয়েদের উড়না পেঁচানো। ভাবছেন, ভারতে কোনো সিনেমার শুটিংয়ে এসেছেন এ হলিউড অভিনেতা।
কিন্তু না। চেহারায় মিল থাকলেও আসলে সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লির রিকশাচালক হিসেবে জনি ডেপের যেই ছবিটি ভাইরাল হয়ে উঠেছে, তিনি আসলে দিল্লির রিকশাচালক মেনল আরোরা। আর দেখতে হুবহু জনি ডেপের মতোই। যেমনটা সম্প্রতি দেখা গেছে পাকিস্তানি জাতীয় দলের জার্সি গায়ে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকে।
মেনল আরোরাকে দেখলে যে কেউ জনি ডেপের সঙ্গে গুলিয়ে ফেলবে। হয়েছেও তাই। ফলে জ্যাক স্প্যারোর রিকশা টানার ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৫/মাহবুব