আগামী বৃহস্পতিবার রেডিও ধ্বনিতে প্রচারিত হবে নায়লা নাঈমের স্পেশাল শো 'ডাবল স্কুপ ইউথ'-এর ৬ষ্ঠ আসর। এবারের অতিথি থাকবেন মডেল এবং কোরিওগ্রাফার আসাদ খান।
গত ৫ টি পর্বই দর্শকদের কাছে পেয়েছে বেশ গ্রহণযোগ্যতা। নায়লা জানান, প্রতি শো’তে শ্রোতারা আমাকে এতো এসএমএস পাঠায় যে, এই শো না করলে আমি জানতামই না শ্রোতারা আমাকে এতটা ভালোবাসে।
এফ এম ৯১.২ এ রাত ১১টা থাকে ১টা পর্যন্ত জমবে নায়লার এ অাসর। শো চলাকালীন সময় নায়লাকে এসএমএস করার নিয়ম নিচে দেয়া হলো।
মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন RD