সদ্য মুক্তিপ্রাপ্ত দুই মুভি 'বাহুবলি' আর 'বজরঙ্গি ভাইজান''র দাপটে এখন কাঁপছে পুরো ভারত। সিনেমা হল থেকে রাস্তাঘাট বা কি ক্যাম্পাস কি ফুডকোর্ট-সবখানের আলোচনায় এখন দুই দুই মুভি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও বুঝি কৌতূহল হলো বিষয়টা বোঝার। স্বয়ং 'বাহুবলি'র অভিনেতা প্রভাসকেই তাই ডেকে পাঠালেন নিজ দফতরে। ফোকাস নিউজের খবরে জানা গেল, গতকাল রবিবার নরেন্দ্র মোদির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন 'বাহুবলি' মুভির অভিনেতা প্রভাস। এ সাক্ষাতের কথা মোদি নিজেই এক টু্ইট বার্তায় জানিয়েছেন।
সামাজিক যোগাযোগের ক্ষুদ্র মাধ্যম টু্ইটারে বরাবরই বেশ সক্রিয় মোদি। প্রভাসের সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে মোদি টুইট করেন, 'বাহুবলি প্রভাসের সঙ্গে দেখা হলো আজ'! সেইসঙ্গে পোস্ট করেছেন প্রভাসের সঙ্গে নিজের একটি ছবিও। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারে বেশ খুশি 'বাহুবলি' নিজেও। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় প্রভাসের সঙ্গে এসেছিলেন বর্ষীয়ান অভিনেতা কৃষ্ণম রাজু ও তার স্ত্রী। কালো শার্ট আর জিন্সে বেশ সাধারণ পোশাকেই এসেছিলেন প্রভাস। মোদির পরনে ছিল অফ হোয়াইট রঙের কুর্তা পায়জামা।
উল্লেখ্য, ১০ জুলাই মুক্তির পর থেকেই সারা বিশ্বে এরই মধ্যে সাড়ে ৩০০ কোটি রুপি আয় করেছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল এই মুভিটি। এসএস রাজামৌলির এই বিগ বাজেট মুভিতে মূল চরিত্রে প্রভাস ছাড়াও অভিনয় করেছেন রানা দগ্গুবাতি, আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া। মুভিটি একই সঙ্গে তেলেগু, তামিল, মালায়লাম এবং হিন্দি ভাষায় মুক্তি পায়।
বিডি-প্রতিদিন/২৭ জুলাই ২০১৫/শরীফ