"বিয়ে নয়, আপাতত কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। কাজই এখন আমার ধ্যান-জ্ঞান। অথচ কোনো কোনো মিডিয়া মুখরোচক করে খবর প্রকাশ করছে যে আমি নাকি ফের বিয়ে করতে যাচ্ছি।" অনেকটা আক্ষেপের সুরে বাংলাদেশ প্রতিদিনকে কথাগুলো বললেন হালের আলোচিত মডেল ও অভিনেত্রী সুজানা।
সুজানা বলেন, "কয়েকটি মিডিয়া জানতে চেয়েছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সেই প্রশ্নের উত্তরে আমি জানিয়েছি টানা দুই বছর কাজে ডুবে থাকতে চাই। মজবুত করতে চাই ক্যারিয়ারের ভিত্তি। এরপর বাকিটা দেখা যাবে। কিন্তু হয়তো কোনো ভুল বোঝাবুঝি বা খবর পরিবেশনে বিয়ের বিষয়টি ফসকিয়ে গেছে, যা সত্য নয়। দুই বছর পর বেঁচে থাকবো কিনা সেটাই তো জানি না।"
বর্তমানে নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত রয়েছেন সুজানা। আসিফ ইকবালের লেখা ও এলিটা-শোয়েবের কণ্ঠে গানটি শোনার পর মিউজিক ভিডিওতে অভিনয়ে রাজি হন তিনি। ঈদের ঠিক আগের দিন এর শ্যুটিং হয়েছে। এছাড়া নতুন একটি বিজ্ঞাপনের শ্যুটিং চলছে।
বিডি-প্রতিদিন/ ২৭ জুলাই, ২০১৫/ রশিদা