বিয়ে নিয়ে অনেক দিন ধরেই জল ঘোলা করে যাচ্ছেন বলিউড চকলেটবয় রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। সর্বশেষ খবর চাউর হয়, চলতি জুলাই মাসের ১৬ তারিখ ক্যাটরিনার জন্মদিনে রণবীর-ক্যাটের বাগদান সম্পন্ন হয়েছে। সম্প্রতি এ বিষয়ে জানতে চাইলে বিষয়টিকে অস্বীকার করেন ক্যাট। শুধু তাই নয়, আপাতত বিয়ের পরিকল্পনা নেই এমনটিই জানিয়েছেন তিনি। 'বজরঙ্গি ভাইজান' ছবির পরিচালক কবির খান পরিচালিত 'ফ্যান্টম' ছবিতে সাইফ আলী খানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা। 'ফ্যান্টম' মুক্তি পাচ্ছে আগামী ২৮ আগস্ট। গত শনিবার ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে, ব্যাপ্তি ২ মিনিট ৪১ সেকেন্ড। ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বরাবরের মতো এবারও ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদকর্মীদের প্রশ্নের মুখে পড়েন ক্যাটরিনা। তার কাছে জানতে চাওয়া হয়, ১৬ জুলাই রণবীরের সঙ্গে বাগদান পর্ব সেরেছেন কিনা? সাধারণত এ ধরনের প্রশ্ন এড়িয়ে গেলেও ক্যাট এবার তা করেননি। সহজভাবেই প্রশ্নের জবাব দিয়েছেন। রণবীরের সঙ্গে বাগদানের খবরকে গুজব দাবি করে ক্যাট বলেন, 'আপনারা এ প্রশ্ন করায় আমি আনন্দিত। আমার বাগদান হয়নি। সম্ভবত আপনারা চান আমি যেন বিয়ে করি। কিন্তু আপাতত এ ধরনের কোনো পরিকল্পনা আমার নেই। তাই দয়া করে অবিবাহিত হিসেবে আমাকে আরও কিছুদিন সহ্য করুন।'
ক্যাটরিনার উত্তরের মধ্যে কটাক্ষের সুর ছিল। তিনি যে বিষয়টি নিয়ে বিরক্ত, তাও পরিষ্কার হয়ে ফুটে ওঠে। কারণ ক্যাটরিনা বার বার বলেছেন, লুকিয়ে কিছু করবেন না।