সেলফি তোলা মোটেই পছন্দ নয় ইলিয়ানা ডি-ক্রুজের। নিজের প্রচারণায় তার রয়েছে চরম অ্যালার্জি। যে ভাবে এখন সেলফি তোলার হিড়িক পড়েছে তা দেখে রীতিমতো অবাক বলিউডে পা দেওয়া দক্ষিণের এ নায়িকা। বিষয়টি তিনি নিজেই টুইটারে জানিয়েছেন।
'বরফি', 'ফাটা পোস্টার নিকলা হিরো', 'ম্যাঁয় তেরা হিরো' বা 'হ্যাপি এন্ডিং'-এর নায়িকা টুইটারে লিখেছেন, ১৫ মিনিট ধরে সেলফি তুলছেন, এমন মানুষও তিনি দেখেছেন। কিন্তু তার এমন ধৈর্য্য নেই। দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা বর্তমানে বলিউডে পায়ের তলার জমি শক্ত করছেন। রণবীর কাপুরের সঙ্গে 'বরফি'-তে বেশ নজর কেড়েছিলেন তিনি। ইলিয়ানার এ সেলফি অ্যালার্জি হয়ত তার আত্মপ্রচারণাপ্রিয় ভক্তদের কিছুটা হতাশই করবে।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই ২০১৫/ এস আহমেদ