পর্তুগালে অনুষ্ঠিত ১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা মোশাররফ করিম। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। উৎসবে সেরা ছবি হিসেবেও পুরস্কার জিতেছে বহুল প্রশংসিত ওই চলচ্চিত্রটি।
আভাঙ্কা সিনে ক্লাব, এস্তেরেজা মিউনিসিপালিটি ও পর্তুগিজ সরকারের সহায়তায় ২০ জুলাই থেকে পর্তুগালে আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়। গত ২৬ জুলাই এই উৎসবের পর্দা নামে। বিশ্বের ১২১টি দেশের ২ হাজার ২০০টি ছবি জমা পড়েছিলো এবারের উৎসবে, সেখান থেকে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় ১১৮টি। এর মধ্য দর্শক ও জুরি বোর্ডের সদস্যদের বিচারে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘জালালের গল্প’। পাশাপাশি ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন মোশাররফ করিম।
সিনেমাটিতে মোশাররফের পাশাপাশি অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মৌসুমী হামিদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালী দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস প্রমুখ। এ ছাড়া জালালের ভূমিকায় অভিনয় করেছে নবাগত মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান। ছবিটির সংগীত পরিচালনা করেছে চিরকুট ব্যান্ড।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৫/মাহবুব