ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এ পি জে আবদুল কালামের সঙ্গে সাক্ষাৎ করতে না পারায় আফসোস রয়ে গেছে বলিউডি অভিনেতা সালমান খানের মনে। টুইট করে তার সেই আক্ষেপের কথা জানিয়েছেন বজরঙ্গি ভাইজান। তিনি বলেছেন, ‘যখন তোমার মন কারও সঙ্গে দেখা করবার ইচ্ছা প্রকাশ করবে একদম দেরী কোরো না। আমি অনেকবার চেয়েছিলাম কালাম স্যারের সঙ্গে দেখা করি। আমার সেই সুযোগটা কাজে লাগানো উচিত ছিল’।
আবদুল কালামের মৃত্যুতে শোকজ্ঞাপন করে তাকে সত্যিকারের অনুপ্রেরণাকারী আখ্যা দিয়ে সালমান জানিয়েছেন, ‘কালাম স্যারকে আমি খুব মিস করবো। ভারতও খুব মিস করবে’।
সাবেক রাষ্ট্রপতির শেষ টুইট প্রসঙ্গ তুলে সালমান জানিয়েছন, ‘কালাম স্যার একজন বিশেষ ধরনের শিক্ষক ছিলেন এবং তার শেষ টুইট ছিল আমি আইআইএম-এর দিকে যাচ্ছি-একজন বিজ্ঞানী ও একজন রাষ্ট্রপতি হিসাবে কালাম স্যার সমগ্র ভারতবাসীর কাছেই সত্যিকারের এক অনুপ্রেরণা ছিলেন’।
সোমবার সন্ধ্যায় মেঘালয়ের শিলং-এ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এর একটি অনুষ্ঠানে ভাষণ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতের প্রথম সারির পরমাণু বিজ্ঞানী কালাম। এরপর শিলংয়ের বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় ভারতরত্নের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন বিশিষ্ট এই পরমাণু বিজ্ঞানী।
বিডি-প্রতিদিন/ ২৯ জুলাই, ২০১৫/ রশিদা