বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন এবং তার পোষা বিড়াল মিনুর গল্প থেকে অনুপ্রাণিত টালিগঞ্জের সিনেমা 'নির্বাসিতা' মুক্তি পাচ্ছে আজ। চূর্ণি গাঙ্গুলি পরিচালিত এবং অভিনীত এই সিনেমাকে নিজের জীবনীভিত্তিক না বললেও 'একজন নারী নির্মাতার পক্ষে সাহসী পদক্ষেপ' হিসেবে উল্লেখ করেছেন তসলিমা। তসলিমা বলেন, 'সিনেমাটিতে অনেক কল্পকাহিনী আছে। কেন আমাকে আমার মাতৃভূমি ছাড়তে হয়েছে, কিংবা মৌলবাদীরা কেন আমার নির্বাসন চেয়েছে- এগুলো সিনেমাটিতে ওঠে আসেনি।'
'নির্বাসিতা' তৈরির প্রথম উদ্যোগ নিয়েছিলেন চূর্ণির স্বামী নির্মাতা কৌশিক গাঙ্গুলি। কিন্তু তিনি অন্য ছবি নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় এটি নির্মাণ করেন তার স্ত্রী চূর্ণি। তবে ছবির পাণ্ডুলিপি কৌশিকই তৈরি করে দিয়েছেন। পাশাপাশি গল্পও লিখেছেন তিনি। ছবিতে চূর্ণির পাশাপাশি আরও অভিনয় করেছেন রাইমা সেন, শ্বাশত চ্যাটার্জি, লিয়া বয়সেন, জোয়াকিম গ্রানবের্ক প্রমুখ।