আসছে ঈদে শ্রোতাদের হাতে নিজের নতুন একক অ্যালবাম তুলে দিচ্ছেন ফাহমিদা নবী। তার নতুন একক অ্যালবামের নাম 'সাদা কালো'। অ্যালবামে মোট গান থাকবে সাতটি। সাতটি গানেরই সুর সংগীতায়োজন করেছেন শান। গানগুলো লিখেছেন ইবনে সুমন, হাসনাত মোহসীন, নাজির, ফারহানা হক ও জাহিদ আকবর। অ্যালবামে 'সাদা কালো' গানে ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন শান নিজে। নিজের নতুন একক এবং গানের সমসাময়িক বিষয় নিয়ে ফাহমিদা নবী বলেন, 'সত্যি বলতে কী এখন বয়স এবং অবস্থানগত দিক দিয়ে এমন একটা সময়ে চলে এসেছি যেখানে নিজের ভাবনায় সবসময় ভালো কিছুই লালন করার চেষ্টা করি। একটি ভালো গীতিকবিতা, ভালো সুর খোঁজার চেষ্টা করি। সেই ভাবনা এবং দায়িত্ব থেকে আমার নতুন অ্যালবামের গানগুলো করা।'
এদিকে যুক্তরাষ্ট্রে বঙ্গমেলায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরে নিজের নতুন এই একক অ্যালবামটি প্রকাশের ব্যাপারে আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ফাহমিদা নবী। পাশাপাশি আসছে ঈদে ফাহমিদা নবীর বেশ কয়েকটি নতুন মিউজিক ভিডিও একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।