আজ বাংলাভিশনে এক ঘণ্টা দৈর্ঘ্যের ধারাবাহিক নাটক 'চলিতেছে সার্কাস'র ৫০তম পর্ব প্রচার হবে। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, মোশাররফ করিম, মৌটুসী বিশ্বাস, শামীমা নাজনীন, মুনিরা মিঠু, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, আবদুল্লাহ রানা, সাজ্জাদ রেজা, মুকুল সিরাজ, রিফাত চৌধুরী, সফিক খান দিলু, সমাপ্তি মাসুক, আল আমিন সবুজ, স্নিগ্ধা মুমিন প্রমুখ। নাটকটি প্রচার হচ্ছে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৯টা ০৫ মিনিটে। গল্পের বিষয়বস্তু- সার্কাস এখন আর টিকিট কেটে প্যান্ডেলে বসে উপভোগ করার জিনিস নয়, আমাদের চারপাশেই নানা ধরনের সার্কাস চলছে।
আমরা শুধু দেখছি তা-ই নয়, নিজেরাও সঙ সেজে ভেতরে ঢুকে যাচ্ছি।