এমনিতেই গত কয়েক বছর ধরে বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল ব্যান্ডটি। ২০০৮ সালে পিঙ্ক ফ্লয়েডের কি-বোর্ডিস্ট রিচার্ড রাইটসের প্রয়াণ দলটির জন্য ছিল বড়সড় ধাক্কা। ১৯৯৪ সালের 'দ্য ডিভিশন বেল', এরপর পরবর্তী অ্যালবাম 'দ্য এনডলেস রিভার' বের করতে তাদের সময় লাগে দশটা বছর! গত বছর বেরিয়েছে এটি। এই দীর্ঘ দূরত্ব থেকেই মোটামুটি ধরে নেওয়া গিয়েছিল, পিঙ্ক ফ্লয়েড হয়তো তাদের ডানা গোটাতে চলেছে!
সম্প্রতি ফ্লয়েডের বর্তমান দলপতি ডেভিড গিলমোর জানিয়ে দিলেন, 'আর কখনো পিঙ্ক ফ্লয়েড মিলিত হবে না।' এরই সঙ্গে শেষ হলো একটি দীর্ঘ অধ্যায়। ১৯৬৫ সালে প্রগেসিভ রকের যে ব্যান্ডটি যাত্রা শুরু করেছিল লন্ডন থেকে, পরবর্তীতে সারা পৃথিবী জয় করতে তাদের খুব বেশি সময় লাগেনি।
ডেভিড গিলমোরের এই ঘোষণা গোটা দুনিয়ার পিঙ্ক ফ্লয়েড ভক্তদের জন্য বয়ে এনেছে দুঃসংবাদ। তিনি জানাচ্ছেন, 'আমাদের সাংস্কৃতিক স্পৃহাও ৯৫ ভাগ খরচ করে ফেলেছি। বাকি ৫ ভাগ দিয়ে আর নতুন কিছু করা সম্ভব নয়। আবার নতুন করে শুরু করা শ্রোতাদের সঙ্গে প্রতারণাই হবে।'