বলিউডের কমেডি ঘরানার সুপারডুপার মুভি 'হাইসফুল'এর তৃতীয় সিক্যুয়েলের শুটিং। এতে অংশ নিয়েছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ ও অভিষেক বচ্চন।
মুভিটির এর আগের দুই পর্বেই ছিলেন অক্ষয় ও রিতেশ। এবার তাতে নতুন করে যোগ দিলেন অভিষেক বচ্চন। এর তৃতীয় পর্বটি লিখেছেন ও পরিচালনা করছেন যৌথভাবে দুই পরিচালক সাজিদ ও ফরহাদ। এটি পরিচালনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
মুভিটিতে নায়িকা চরিত্রে অাছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি ও লিসা হেইডন। এটি আগামী বছর মুক্তি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৭ অাগস্ট ২০১৫/শরীফ