স্পেন, ইতালি ও বেলজিয়ামে নাচের অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ঢাকাই চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা রাহা খান। ওয়ার্ল্ড ড্যান্স পারফর্মেন্স শিরোনামের অনুষ্ঠানে বিশ্বের ৩০টি দেশের শিল্পীরা পারফর্ম করবেন। বাংলাদেশ থেকে ২৫ জনের একটি দল উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওয়ার্ল্ড ড্যান্স পারফর্মেন্স অনুষ্ঠানে অংশ নিতে ১৯ আগস্ট স্পেন যাবেন রাহা। এর পরে বেলজিয়াম ও ইতালিতে যাবেন। সেখান থেকে ১৪ সেপ্টেম্বর পুরো টিম নিয়ে দেশে ফিরবেন।
এ প্রসঙ্গে রাহা খান বলেন, 'প্রথমবারের মতো বিশ্বমানের কোনো অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি। বিশ্ব দরবারে নিজের দেশের হয়ে নাচের পারফর্ম করছি। এটা আমার জন্য গর্বের। আশা করছি দেশের মান রাখতে পারবো।'
রাহা তানহা খান ভালোবাসা ডট কম শিরোনামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ আসলাম। সিনেমাটির শুটিং প্রায় শেষের পথে। এছাড়া বেশ কয়েকটি সিনেমার কথা চলছে বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৭ আগস্ট, ২০১৫/ এস আহমেদ