আজ নাট্যকার-নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সেলিম আল দীনের নাট্য-ঐতিহ্যের ধারক নাট্যসংগঠন স্বপ্নদল আজ ও কাল শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে দুই দিনব্যাপী 'নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব, ২০১৫'। উৎসবের স্লোগান- 'নিকষ অাঁধারে সদা জাজ্বল্যমান, ঐতিহ্য রবীন্দ্রনাথ সেলিম আল দীন'।
নাট্যাচার্যের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা বিকাল সাড়ে ৩টায় একাডেমির সেমিনার কক্ষে উৎসবের উদ্বোধন করবেন। এরপর মঞ্চসারথি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে সেলিম আল দীনের জীবন-শিল্পকর্ম-দর্শন নিয়ে আলোচনা এবং 'নাট্যাচার্য সেলিম আল দীন : নবীন দর্শকের দৃষ্টিতে' শীর্ষক সেমিনার। সমকালীন নাট্যসংশ্লিষ্ট দশজন দর্শক এতে অভিমত উপস্থাপন করবেন। প্রধান অতিথি থাকবেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। বিশেষ অতিথি এস এম মহসীন, জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান খায়েরুজ্জাহান মিতু, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল নাট্যজন আকতারুজ্জামান, বাবুল বিশ্বাস, মূকাভিনয় ফেডারেশানের সেক্রেটারি জেনারেল রিজোয়ান রাজন প্রমুখ। এরপর সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে জাহিদ রিপনের নির্দেশনায় স্বপ্নদল পরিবেশন করবে সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি 'হরগজ'। সকাল ৮টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা থেকে বাসযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা এবং সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে সেলিম আল দীনের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রাসহ পুষ্পাঞ্জলি অর্পণ।