আসছে কোরবানির ঈদে ঈগল মিউজিকের ব্যানারে ফয়সাল রাবি্বকীনের কথা-আয়োজনে চলতি প্রজন্মের তিন জনপ্রিয় সংগীত তারকাকে নিয়ে প্রকাশ পাচ্ছে একটি ভিন্নধর্মী অ্যালবাম। এ তিন তারকা হলেন শফিক তুহিন, ইমরান ও বেলাল খান। অ্যালবামটির নাম রাখা হয়েছে 'প্রেমকাব্য'। এর মাধ্যমে প্রথমবারের মতো এ তিন সংগীত তারকাকে নিয়ে কোনো অ্যালবাম তৈরি হচ্ছে। এর আগে বিচ্ছিন্নভাবে বিভিন্ন অ্যালবামে কাজ করলেও কেবল এ তিন তারকাকে নিয়ে কোনো অ্যালবাম প্রকাশ পায়নি। আসছে ঈদের অন্যতম বড় অ্যালবাম হিসেবেই এটি প্রকাশ পাবে। এরই মধ্যে অ্যালবামের কাজ শুরু হয়ে গেছে। শফিক তুহিন, ইমরান ও বেলাল তিনটি করে গান গাইবেন এখানে। এর মধ্যে দুটি করে একক ও একটি করে দ্বৈত গানে কণ্ঠ দেবেন তারা। এ অ্যালবামের সব গানের কথা লিখছেন ফয়সাল রাবি্বকীন। আর এ তিন তারকা ছাড়াও অ্যালবামের গানগুলোর সুর-সংগীতায়োজন করবেন সজীব দাশ, ফাজবীর তাজ, রাফি, মার্শাল প্রমুখ। এ বিষয়ে শফিক তুহিন বলেন, 'তিনজন শিল্পী নিয়ে অ্যালবাম করার ট্রেন্ড অনেক দিন থেকেই নেই। এ অ্যালবামের মাধ্যমে এ ট্রেন্ডটা আবার শুরু হলো। অ্যালবামটির উদ্যোগটা ভালো লেগেছে অনেক। আশা করি অ্যালবামের গানগুলো ভালো লাগবে সবার।' ইমরান বলেন, 'তিনজন শিল্পীকে নিয়ে অ্যালবাম হচ্ছে। এটা অনেক ভালো একটা পরিকল্পনা। আমি নিজেও আশাবাদী অ্যালবামটি নিয়ে। তিনটি গান এখানে থাকবে আমার। আশা করি ভালো লাগবে শ্রোতাদের।' বেলাল বলেন, 'এবারই প্রথম এ তিন শিল্পীকে নিয়ে অ্যালবাম হচ্ছে। আমি তিনটি গান করছি অ্যালবামে। এর মধ্যে একটি আমার সুর করা। আর বাকি দুটি অন্যের সুরে গাইছি।'